এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো আহমদ শফীকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

- Advertisement -

শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) বিকেলে ৪টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

- Advertisement -google news follower

জানা যায়, আল্লামা শফি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টে সমস্যাসহ বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাই প্রায় এসব রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্র আন্দোলনের মধ্যেই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়ে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে আনা হয় আহমদ শফীকে।

হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্ল্যাহ জয়নিউজকে বলেন, হুজুরের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিকভাবে হুজুরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে ওনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টে সমস্যাসহ নানা রকম সমস্যা রয়েছে। তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। এরআগে গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM