বাঁশখালী ও পটিয়ায় অভিযান চালিয়ে ২৭ হাজার ২৭৫পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে র্যাব-৭। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-নুরুল হাকিম (৩৭), মো. ফয়সাল (২০), মো. রফিক (৪২) ও মো. মোর্শেদ (২০)।
র্যাবের সহকারী অফিসার (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকদের মধ্যে নুরুল হাকিম ও মো. ফয়সালকে বাঁশখালী থানার খাসমহল ইউনিয়নের গুনাগরী বাজারের ইউসিবি ব্যাংক লিমিটেডের সামনে থেকে ১৭ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তারা চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাসে ছিল। র্যাব বাসটি থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে পালানোর সময় তাদের আটক করে র্যাব।
এছাড়া মো. রফিক ও মো. মোর্শেদকে পটিয়ার বাইপাস মোড় থেকে ৯ হাজার ৪’শ ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। র্যাবের চেকপোস্টের দিকে মোটরসাইকেল নিয়ে আসার সময় সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। এসময় মোটরসাইকেল থামিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মোটরসাইকেলের সিটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।