অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের আবেদনও জমা দেওয়া হয়েছে।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমকে জানান, দুদকের মামলায় প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতে তার সম্পত্তি ক্রোকেরও আবেদন জমা দেওয়া হয়েছে।
এর আগে, এ মামলায় চট্টগ্রামের আদালতে ১৪ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছিল।
৩ কোটি ৯৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩শে আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলায় অপর আসামি প্রদীপের স্ত্রী পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক।
জয়নিউজ/পিডি