তবারকদের রক্তের বিনিময়ে ছাত্রলীগের মসৃণ পথ: আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধী চক্র নানা অপচেষ্টার মধ্যদিয়ে এদেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করে। চটগ্রামের শিক্ষাঙ্গনে জামায়াত-শিবিরের দুর্গ গড়ে তুলতে তারা ছাত্রলীগ নিশ্চিহ্নের মিশন চালায়। তাদের বর্বর হত্যা মিশনে শহীদ হন একের পর এক ছাত্রলীগ নেতা। আমাদের প্রজন্মের ছাত্রলীগ নেতা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন সহসাধারণ সম্পাদক তবারক হোসেনও জামায়াত-শিবির চক্রের নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার। শহীদ তবারক হোসেন ছিলেন দেশপ্রেম-ত্যাগ-তিতিক্ষা আর নিবেদনের অনন্য দৃষ্টান্ত। শহীদ তবারক হোসেনদের রক্তের বিনিময়ে নির্মিত হয়েছে আজকের ছাত্রলীগের মসৃণ পথ।

- Advertisement -

শহীদ তবারক হোসেনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের কদম মোবারক তারাবানু ভবনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ তবারক হোসেন স্মৃতি সংসদ সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম। দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান ও হাসান মুরাদ বিপ্লব।
বক্তব্য রাখেন স ম জিয়াউর রহমান, সজল দাস, নোমান লিটন ও জিয়াউদ্দিন আরিফ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM