‘টিটু-১৯’ নামে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাসানচরের ৩ নটিক্যাল মাইল আগে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। জাহাজটি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল।
জানা যায়, ১ হাজার ২৫০ টন ক্লিংকার নিয়ে জাহাজ যাচ্ছিল। যাত্রাপথে এটির তলা ফেটে ডুবে যায়। তবে জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। একটি অয়েল ট্যাংকার ও একটি লাইটার জাহাজ তাদের উদ্ধার করে। এর মধ্যে ৮ জনকে উদ্ধার করে অয়েল ট্যাংকার আরজু এবং ৫ জনকে উদ্ধার করে লাইটার জাহাজ বেগম রোকেয়া।
জয়নিউজ/হিমেল