ইরানে অবৈধভাবে উৎপাদিত মদ পান করে ২৭ জন নিহত হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছে প্রায় ৩০০ জন। রোববার (৩০ সেপ্টেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা জারি থাকা ইরানে এমন ঘটনা অস্বাভাবিক। প্রচুর পরিমাণে মদের বোতল ও মাদক উদ্ধার করে ধ্বংস করেছে ইরানি পুলিশ।
ইরানের জরুরি সেবা সংস্থার কর্মকর্তা মোজতাবা খালেদির বরাতে রোববার ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) জানায়, এখন পর্যন্ত দেশটির পাঁচটি প্রদেশে ১৭৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইরানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিকদের জন্য মদ্যপান নিষিদ্ধ হওয়ায় দেশটিতে ঘরে তৈরি মদ সহজলভ্য এবং গোপনে এর বেচাকেনা হয়। দেশটির পুলিশ মাঝেমধ্যেই মদ বিক্রি বন্ধে অভিযান চালায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটিতে মদ্যপান নিষিদ্ধ করা হয়।
জয়নিউজ