চট্টগ্রাম বন্দরের উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। অভিযানে প্রায় ৩ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে চবকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, বন্দরের নিজস্ব জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা এবং দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজ উত্তর আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।