চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেছেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে আমি প্রতিদিন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনে তা দ্রুত সমাধানের জন্য চেষ্টা অব্যাহত রাখব।
চসিকের কোন কোন ক্ষেত্রে অনিয়ম, অস্বচ্ছতা, গাফিলতি ও ব্যবস্থাপনাগত শৃঙ্খলার অভাব রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেবাখাতগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে সাধারণ জনগণের সরাসরি সম্পর্ক গড়ে তোলার জন্যই এ গণ সাক্ষাতকারের ব্যবস্থা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আন্দরকিল্লার চসিক পুরাতন নগরভবনে গণস্বাক্ষাতকার গ্রহণ কার্যক্রমের ২য় দিনে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতকালে যারা বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা জানিয়েছেন প্রশাসক সুজন তা শুনে বলেন, আপনাদের অভাব অভিযোগুলো যাচাই-বাছাই এবং এর সত্যতা খতিয়ে দেখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজকের এ গণসাক্ষাতকারে ২৪জন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম ও প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম।