নগরের ওয়াসা ভবনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তৃতীয় তলার ওই কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, দামপাড়ার পাঁচতলা ওয়াসা ভবনের তৃতীয় তলার ওই কক্ষে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। আগুনে কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জয়নিউজ/পিডি