নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনওবা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, ক্যাব সভাপতি, আবার কখনো হয়ে যান
এভাবে সাংবাদিক কিংবা আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী, পরিবেশবিদ সেজে ফেলেন মুহুর্তেই।
এমনই এক প্রতারকের নাম পারভীন আক্তার (৫০)। স্বামী সৈয়দ মিজান উল্লাহ সমরকন্দিসহ মিলে এসব ভুয়া পরিচয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় করতেন প্রতারণা। সুযোগ পেলেই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আদায় করতেন টাকা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) র্যাব পাহাড়তলীর ডিটি রোড এলাকায় ‘স্বীকৃতি’নামের ভুয়া এনজিও সংস্থার অফিসে অভিযান তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, প্রতারক পারভীন আক্তারের বিরুদ্ধে ১০টিরও বেশি প্রতারণার মামলা রয়েছে। বিভিন্ন ভুয়া পরিচয়ে লোকদের সঙ্গে প্রতারণা করতো পারভীন।
জয়নিউজ/পিডি