জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের অনুশীলন উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৯ অক্টোবর থেকে এ টুর্নামেন্ট শুরু হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এমএ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের অনুশীলন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এতে সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্যসচিব মো. শাহজাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম, একেএম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সিডিএফএ-এর সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী কমিটির সদস্য মো. ইউসুফ, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নোমান আল মাহমুদ, চন্দর ধর, এএসএম সাইফুদ্দীন চৌধুরী, আব্দুর রশিদ লোকমান, আলী হাসান রাজু, মো. জাফর ইকবাল, কাজী মো. জসিম উদ্দিন, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার ও চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার।