টমেটো বাঙালির রসনা বিলাসে আমাদের দেশে বেশ সমাদৃত। তরকারিতে কিংবা সালাদ হিসেবে এর জুড়ি মেলা ভার। শীতকালীন সবজি হলেও গ্রীষ্মকালেও টমেটোর চাষ করা যায়। আর সাফল্যের সঙ্গে তাই করে দেখিয়েছেন নগরের আনন্দবাজার এলাকার কৃষকরা। মাঠের পর মাঠ এখানে চলছে টমেটোর আবাদ।
কৃষক জাহিদ বলেন, এখানে এক একরের চেয়ে বেশি জমিতে টমেটোর চাষ করা হয়েছে। প্রতিমণ চার হাজার টাকায় আড়তদারদের কাছে এখন বিক্রি করছি। এসব আড়ত থেকেই নগরের সবখানে চলে যায় টমেটো।
তবে কয়েকজন কৃষক জানালেন, আড়তদারদের কাছে এরকম জিম্মি তারা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের বেঁধে দেওয়া দামেই বিক্রি করে দিতে হয় টমেটো। অথেচ গুণে ও মানে অন্যান্য অঞ্চলের চাইতে কোনো অংশেই কম নয় এ টমেটো। কিন্তু কৃষকরা বেশি মুনাফা করতে পারছেন না। কিন্তু খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এ টমেটো।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তোলা ছবি।