নগরের সদরঘাটের মাদারবাড়ি এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল ও দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
জানা যায়, অভিযানে নগরের সদরঘাট থানার মাদারবাড়ি নেওয়াজ হোটেলের মোড় এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের অংশ বর্ধিত করা এবং ফুটপাত ও রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করাহয। একইসঙ্গে পণ্যসামগ্রী অপসারণ করা হয়। এসময় আট প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে জুবিলী রোডের শাহ আমানত সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে ভাসমান দোকান অপসারণ করা হয়। এসময় মার্কেটের অভ্যন্তরে চলাচলের পথ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের স্তুপ করে রাখা পণ্যসামগ্রী অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হয়।