চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ৬৬

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে  আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮০৫ জন। তবে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।

- Advertisement -

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪৭টি নমুনা পরীক্ষায় ৫ জন।এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১১৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন করোনা পজেটিভ হয়েছেন।

- Advertisement -google news follower

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে নতুন যুক্ত হওয়া রিজিওনাল টিবি রেফারেল সেন্টার ল্যাবে (আরটিআরএল) একটি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাটি পজেটিভ শনাক্ত হয়।

এদিকে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৮টি নমুনা পরীক্ষায় ২৩ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ হন।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM