নগরে ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত ১০টি দোকান ও দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে আদায় করা হয়েছে জরিমানাও।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিটি রোডে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
অভিযানকালে মাদারবাড়ির নেওয়াজ হোটেলের মোড় সংলগ্ন সিটি করপোরেশনের মার্কেটের সামনে অবৈধভাবে স্তূপ করে রাখা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়। এ সময় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে জুবিলি রোডের শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের ভেতরে দোকানের সামনের করিডোর দখল করে পণ্যসামগ্রী স্তূপ করে চলাচলের পথ সংকুচিত করায় মার্কেটের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়নিউজ/কাউছার