বিবাদের জেরে গভীর সমুদ্রে ডুবল নৌকা, নিখোঁজ ৪ জেলে

বিবাদের জেরে বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে।

- Advertisement -

রোববার (৪ অক্টোবর) সকালে ৯নং শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে গভীর সাগরে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে মাছ ধরার নৌকাটি।

- Advertisement -google news follower

জানা যায়, ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটি বাঁশখালীর ছগির মাঝির। সকালে সাগরে মাছ ধরতে গিয়ে অন্য জেলের সঙ্গে বিরোধ বাঁধে বাঁশখালীর জেলেদের। এতে বড় একটি ফিশিংবোট বাঁশখালী ছগির মাঝির বোটকে ধাক্কা দিলে সেটি সাগরে ডুবে যায়। বোটটিতে ৩৪ জন জেলে ছিল। তাদের মধ্যে ৪ জন নিখোঁজ রয়েছেন। আর ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে আশপাশের নৌকার মাঝিরা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বাঁশখালীর ৩৪ জন মাঝিমাল্লা ছিলেন ডুবে যাওয়া বোটে। এর মধ্যে ৩০ জন উদ্ধার হয়েছেন অন্যান্য বোটের সাহায্যে। ৪ জনের খোঁজ মিলেনি। তাদের ভাগ্যে কী ঘটেছে এখনো অনিশ্চিত।

- Advertisement -islamibank

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, সন্ধ্যায় ট্রলারডুবির খবর পাওয়া মাত্রই কোস্ট গার্ডের জাহাজ ‘সবুজ বাংলা’ উদ্ধার অভিযান শুরু করে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM