দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন পুরুষ এবং ১০ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৪০ জন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩২টি। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫২০ জন। সবমিলিয়ে শনাক্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন।
বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২জন, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একজন করে।
জয়নিউজ