চট্টগ্রামে করোনায় আক্রান্ত বাড়ছে, মৃত্যুও

চট্টগ্রামে করোনায় মৃত্যু বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। ৯৭৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষায় ১৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৩টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৬টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

- Advertisement -google news follower

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা পাওয়া যায়নি। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

- Advertisement -islamibank

নতুন আক্রান্তদের মধ্যে ৫৮ জন নগরের এবং ২১ জন উপজেলার।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM