বাংলাদেশের বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে রচয়িত বইয়ের জন্য ফরেস্ট্রি সেক্টেরে স্বর্ণপদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স-এর অধ্যাপক ড. মো: কামাল হোসাইন। সম্প্রতি বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের সাত জন বিজ্ঞানীকে কৃষির বিভিন্ন বিষয়ে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে তিনি এই গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করেন।
স্বর্ণপদক পাওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. মো: কামাল হোসাইন টেলিফোনে জয়নিউজকে বলেন, বাংলাদেশের বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণ করার পাশাপাশি আমার ‘কনজারভেশন অফ থ্রিয়েটেন থ্রি স্পেসেসিস ইন চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাস’ ও ‘সিলভি কালচারাল অফ প্ল্যানট্রেশন ট্রিস অফ বাংলাদেশ’ নামক বইয়ের জন্যই মূলত আমি এই পদক লাভ করেছি।
জয়নিউজ/শহীদ