ডাকাতের গুলিতে বাড়ি ফেরার পথেই লাশ হলো জনি

কক্সবাজার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এক এইচএসসি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে ডাকতরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে একটি সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে  বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

- Advertisement -

হত্যার শিকার জনি দে রাজ (২০) রামু ঈদগড় ইউনিয়নের নতুন চরপাড়া এলাকার তপন দে’র ছেলে।

- Advertisement -google news follower

জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে। পথে ডাকাতরা তাদের সিএনজি অটোরিকশা থামানোর চেষ্টা করে। গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাতদল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে জনি দে গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাহ এলাকায় বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনি দে ঈদগাঁও কলেজ থেকে  এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করত সে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় অন্য যাত্রীরাও আহত হয়েছে বলে জানান ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন।

- Advertisement -islamibank

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াস জানান, কক্সবাজারের ঈদগাহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে নিহতের ঘটনার তথ্য আমরা পেয়েছি। অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

জয়নিউজ/খালেদ শহীদ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM