করোনার কারণে এবার নগরের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তেমন একটা ডামাঢোল নেই। তবে এরমধ্যেও মণ্ডপে মণ্ডপে থেমে নেই পূজার প্রস্তুতি। দেবী দুর্গাকে বরণ করে নিতে মণ্ডপগুলো বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে।
অন্যদিকে রোববার (১১ অক্টোবর) নগরের সদরঘাটের প্রতিমালয়গুলোতে দেখা যায় মৃৎশিল্পীদের শেষ রঙ-তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে জগজ্জননী।
দেবী দুর্গার আগমনে আলোয় আলোয় ভরা প্রকৃতিতে এখন অপেক্ষা ঢাকের বাদ্যের। আর মাতৃরূপিনী, শক্তিরূপীনি দেবী দুর্গা দূর করবেন জগতের সকল অকল্যাণ- এমনটাই বিশ্বাস সনাতন ধর্মালম্বীদের।
জয়নিউজ