নগরে বাড়ছে করোনা আক্রান্ত

চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত। গ্রামের চেয়েও বেশি বাড়ছে নগরে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০১ আক্রান্তের ৮৯ জনই নগরের! বাকি ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

- Advertisement -

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ৩০১ জন।

- Advertisement -google news follower

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে  ৯৮০টি। ১০১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮০৯ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নিয়মিত নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে একটি যক্ষ্মা ল্যাবও রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আক্রান্তের মধ্যে ২ জন‌ নগরের এবং ২ জন‌ উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৯ নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনা পাওয়া গেছে। এদের সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষায় ৩৪ জন পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ৩০ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ৫ জন পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৩ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।

ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে ১০ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

শেভরন ল্যাবে ৮২ নমুনা পরীক্ষায় ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। তারা সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৫ জন নগরের এবং ১ জন উপজেলার বাসিন্দা।

আরটিআরএলে ২ জনের নমুনা পরীক্ষায় উভয়েই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তারা দু’জনই নগরের বাসিন্দা।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ বাসিন্দা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে বিশেষজ্ঞরা করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা বাড়বে বলেও তারা সতর্ক করেছেন।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM