সিটের নিচে স্বর্ণ আর স্বর্ণ

চট্টগ্রামে স্বর্ণের বড় একটি চালান আটক করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এগুলো উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।

- Advertisement -google news follower

জানা যায়, বিমানের সিটের নিচে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এসব স্বর্ণের দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, সকাল ৮টা ২০ মিনিটে রামেজিং করার সময় বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। সবমিলিয়ে আনুমানিক ১৬০টি স্বর্ণের বার থাকতে পারে।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM