লাগামছাড়া আলুর দাম, স্থিতিশীল মাছ-মাংস

আলুর দাম খুচরাপর্যায়ে প্রতিকেজি ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। কিন্তু এতেও সপ্তাহের ব্যবধানে আলুর দামে কোনো হেরফের হয়নি। খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে আলু।

- Advertisement -

ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের বাজার মনিটরিং না থাকায় আলুসহ নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রীতে ইচ্ছেমত দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।

- Advertisement -google news follower

তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে আলু দাম এখনও না কমায় খুচরা পর্যায়ও দাম কমেনি।

এদিকে এক মাসেরও বেশি সময় ধরে চড়া দামে বিক্রি হওয়া সবজির দাম কিছুটা কমেছে।

- Advertisement -islamibank

শুক্রবার (১৬ অক্টোবর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে করলা ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল  ৫০ টাকা, ঢেঁরস  ৫০ টাকা, শসা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, গাজর ৯০ থেকে ১০০ টাকা, গাজার ৮০টাকা।

মাছের বাজারে প্রতি কেজি রুই (আকার ভেদে) বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৫০ টাকা, কাতল ২৬০ টাকা, লইট্টা ১৩০ থেকে ১৫০ টাকা, রূপচাঁদা ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে প্রতি কেজি গরু মাংস ৫০০ থেকে ৫৫০ টাকা  এবং খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা কেজি, লেয়ার মুরগি ২৪০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM