দুর্গাপূজায় ৩ দিন ছুটির দাবি বৈদিক পরিষদের

আসন্ন শারদীয়া দুর্গোৎসবে ৩ দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ বৈদিক পরিষদ।

- Advertisement -

শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে সকালে বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

- Advertisement -google news follower

এ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার বৈদ্য, সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কার্যকরী সভাপতি অরুণ কান্তি মল্লিক প্রমুখ।

সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তারা বলেন, প্রকৃত ধর্মীয় শিক্ষায় পারে একটি যুব সমাজকে জাগ্রত করার মধ্য দিয়ে আলোর পথে নিয়ে আসতে। শুধু তাই নয়, ধর্ষণসহ যে কোনো অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষায় এর কোনো বিকল্প নেই।

- Advertisement -islamibank

এসময় বক্তারা কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করে একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সবার এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন সংগঠনটির সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM