দীর্ঘ দেড় মাস ধরে আটকে রেখে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কক্সবাজার থেকে চার জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, দীর্ঘ দেড় মাস ধরে এক কিশোরীকে কক্সবাজারে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সহযোগীসহ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— কক্সবাজার সদরের আব্দুল গনির ছেলে মো. শাহাবুদ্দীন (২৮), পেকুয়ার নূর আহাম্মদের ছেলে আরমান হোসেন (২৭), কক্সবাজার সদরের মৃত আব্দুল হোসেনের ছেলে মো. নুরুল আলম (৩৮) ও কক্সবাজার সদরের জাফর আলমের ছেলে মো. লোকমান হাকিম (৩৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষকদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।