নগরের নতুন ফিশারিঘাট এলাকায় ছুরিকাঘাতে মো. আবু তৈয়ব (৪২) নামে এক শ্রমিকের মাঝি হত্যায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, আকাতার হোসন প্রকাশ কসাই আকতার (৪১), মো. সাইফুদ্দিন (৪০), রায়হান উদ্দিন (২৫), আশরাফুল ইসলাম (২৮), মো. সবুজ (৩৫), মো আবু তাহেব কালু (২০) এবং হাসিনা (২০)।
শনিবার (১৭ আক্টোবর) দুপুরে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় আমরা ৭ জনকে গ্রেপ্তার করেছি। আরো ৩ জন পলাতক আছে। আশা করছি খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করতে পারবো।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে নতুন ফিসারিঘাট এলাকায় মো. আবু তৈয়বকে ১০ জন মিলে ছুরিকাঘাতে খুন করে। পরে হত্যায় জড়িতরা এ ঘটনাকে গণপিটুনী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
নিহত মো. আবু তৈয়ব কর্ণফুলী থানার শিকলবাহা মাস্টারহাট এলাকার আহমদ মিয়ার ছেলে।
জয়নিউজ/হিমেল/পিডি