হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকটাদিন বাকি। আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে।
সোমবার (২৬ অক্টোবর) দশমীতে বিসর্জন শেষ হবে এবারের পূজা। কিন্তু বৃষ্টি দুর্গাপূজাতেও বাগড়া দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, দ্রুতই সৃষ্টি হবে।
তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তার পরেও ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।
২২ ও ২৩ অক্টোবর বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল, সিলেটের কিছু অংশ এবং ঢাকাতেও বৃষ্টি হবে।
জয়নিউজ/পিডি