২৫ বছরে ৬ মণ কয়েন জমিয়ে বিপদে খবির

২৫ বছরে ৬ মণ কয়েন জমিয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী খাইরুল ইসলাম খবির (৪৬)।  ঘরের মাচায় জমানো তাঁর এ কয়েনের আর্থিক মূল্য ৬০ হাজার টাকা।

- Advertisement -

শখের বশেই কয়েন জমানো শুরু করেন খবির। এরপর সেটি রূপ পায় সঞ্চয়ে। কিন্তু এখন এসব কয়েন নিয়েই বিপদে পড়েছেন তিনি। কারণ তাঁর জমানো কয়েনের মধ্যে ১ ও ৫ টাকার পাশাপাশি যে রয়েছে ৫ পয়সা, ১০ পয়সা, চার আনা, আট আনাও! হালে যে এসব কয়েনের প্রচলন নেই।

- Advertisement -google news follower

খবিরের দাবি, কয়েনগুলো নিয়ে তিনি বিভিন্ন ব্যাংকে গেলেও কেউই বিপুল পরিমাণ এ কয়েন নিতে চাচ্ছেন না। অথচ তাঁর ব্যবসার মূলধনের চার ভাগের দুই ভাগই এই কয়েন। এ কারণে পাঁচ সদস্যের সংসার চালাতে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM