বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করে সনদ দেওয়ার জন্য নতুন করে ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া ১০ প্রতিষ্ঠান হলো— গুলশানের ইউনাইটেড হাসপাতাল, রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল ও আইদেশী, সোবহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, ধানমণ্ডির ল্যাবএইড ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথের স্কয়ার হাসপাতাল, বনানীর প্রাভা ডায়াগনস্টিক এবং বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল।
অনুমোদিত এই ১০ প্রতিষ্ঠানের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অর্থ, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্নিষ্ট বিভাগ ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।