চট্টগ্রামে আবার বেড়েছে করোনা রোগী

চট্টগ্রামে আবার বেড়েছে করোনা রোগী। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৯৮৬ নমুনা পরীক্ষায় ১১০ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ৯০৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছিলেন ৭৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৩৩ জন।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬১ নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -google news follower

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬টি নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

- Advertisement -islamibank

আক্রান্ত ১১০ জনের মধ্যে ৯৫ জন নগরের এবং ১৫ জন উপজেলার।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM