বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘণীভূত হয়েছে। যা আগামী শুক্র-শনিবারের দিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির প্রবণতা আরো বাড়বে।
এদিকে লঘুচাপের প্রভাবে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৭১ মিলিমিটার।
আবহাওয়া অফিসের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান , সৃষ্ট লঘুচাপটি বুধবার সকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হবে।
আগামী শুক্র-শনিবারের দিকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
জয়নিউজ/পিডি