পূজামণ্ডপে একসঙ্গে ২৫ জনের বেশি নয়

দুর্গাপূজার মণ্ডপে একসঙ্গে সর্বোচ্চ ২৫ জনের বেশি দর্শনার্থীকে ঢুকতে না দেওয়ার জন্য পূজা উদযাপন কমিটিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

- Advertisement -

পাশাপাশি মণ্ডপগুলোতে কোভিড-১৯ গাইডলাইন মানার জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

- Advertisement -google news follower

একইসঙ্গে সন্ধ্যার পরে যাতে মণ্ডপে কোনো ধরনের আরতি কিংবা জনসমাগম না করা হয়, সেজন্যও কর্তৃপক্ষকে অনুরোধ করেছে পুলিশ।

এছাড়াও মসজিদ সংলগ্ন মণ্ডপগুলোতে আজানের সময় যাতে শব্দের মাত্রা কমানো হয় সেজন্যও মন্দির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

- Advertisement -islamibank

বিজ্ঞপ্তিতে পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সংশ্লিষ্ট সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ জানাচ্ছে পুলিশ।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব দেখতে পেলে যেন যথাদ্রুত পুলিশকে জানানো হয়। পূজামণ্ডপে প্রবেশের সময় মাস্ক পরার পাশাপাশি অন্যান্য নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM