নগরের পাথরঘাটার রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে দুর্গার আসনে কুমারী রুপে পূজিত হয়েছেন সেন্ট যোসেফস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রেয়া বিশ্বাস তাথৈ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় পূজা শুরু হয়।
মহারাজ শ্যামল সাধু মোহন্তের পৌরহিত্য স্বাস্থ্যবিধি মেনে কুমারী পূজা সম্পন্ন করা হয়। শ্রেয়া দেওয়ানজী পুকুর পাড় এলাকার শ্যাম কুমার বিশ্বাস ও তনিমা বিশ্বাস দম্পতির কন্যা।
কুমারী পূজায় মন্দিরের পূরহিত শ্যামল সাধু মোহন্ত মহারাজ উপস্থিত পূজার্থীদের উদ্দেশে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয় তারই বাস্তব রূপ কুমারী পূজা।
কুমারীতে সমগ্র জাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তিসহ সব কল্যাণী শক্তি সূক্ষ্মরূপে বিরাজিত। কুমারী প্রতীকে জগৎ জননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এ রূপ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরূপা, বিদ্যাস্বরূপ।