চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা আগের নিয়মে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল ইসলাম বলেন, চবির ২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বশরীরে অংশগ্রহণ করতে হবে। আগের মতো ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে।
তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফল বিবেচনা করা হবে কি-না এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।