টানা ২৩ দিন হাসপাতালে ভর্তি কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একটু শারীরিক অবস্থার উন্নতি হয়তো আবার অবনতি। করোনায় আক্রান্ত হলেও আপাতত সেটি থেকে রক্ষা পেয়েছেন। তবে বর্তমানে অন্যান্য জটিলতায় ভুগছেন এ অভিনেতা।
তাকে সুস্থ করতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
প্রথমবারের মতো ডায়ালাইসিস করা হয়েছে কলকাতার তার। সফলভাবেই সম্পন্ন হয়েছে তার ডায়ালাইসিস। এর পাশাপাশি আরেকটি স্বস্তির খবর জানিয়েছেন চিকিৎসকরা। সেটি হলো- নতুন করে আর অবস্থার অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট (লড়াই) করে যাচ্ছেন তিনি।
তবে শরীরে ইউরিয়ার মাত্রা জানতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফের রক্তপরীক্ষা করা হবে। প্রয়োজনে ফের করা হতে পারে ডায়ালাইসিস।
কলকাতার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তার। নতুন করে জ্বর আসেনি তার, হয়নি রক্তপাতও। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছর বয়সী এ অভিনেতা।
জয়নিউজ/পিডি