শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা চলছে। কিন্তু সবকিছু নির্ভর করছি পরিবেশ-পরিস্থিতির ওপর।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। কয়েক দফা ছুটি বাড়িয়ে তা ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। এবার তা বাড়িয়ে করা হলো ১৪ নভেম্বর পর্যন্ত।
এর আগে করোনার কারণে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়। গত ৭ অক্টোবর ঘোষণা দেওয়া হয়, এ বছর এইচএসসি পরীক্ষাও হচ্ছে না। এরপর মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা না নেওয়ার ঘোষণা আসে। পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উঠবে।
জয়নিউজ