সেনেগালের উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৪০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটিতে অন্তত ২০০ জন যাত্রী ছিলেন। সেনেগালের এমবাউর শহর থেকে রওয়ানা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই নৌকাটিতে আগুন ধরে ডুবে যায়।
বিবৃতিতে আইওএম জানিয়েছে, সেনেগাল ও স্পেনের নৌবাহিনী এবং জেলেরা প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে অন্তত ১৪০ অভিবাসনপ্রত্যাশী ডুবে গেছেন।
চলতি বছর নৌকাডুবিতে সবচেয়ে বড় প্রাণঘাতী ঘটনা এটাই।
জয়নিউজ/পিডি