বাজারে সবজির দাম যেন কমছেই না। সরবরাহ কম থাকার অজুহাতে সবজির দাম প্রতিদিনই বাড়াচ্ছেন বিক্রেতারা। গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এনিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।
শুক্রবার (৩০ অক্টোবর) নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
বাজারে প্রতিকেজি শসা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৭৫ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, ফুলকপি ১০০ টাকা, আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে প্রতিকেজি তেলাপিয়া ১৬০ টাকা, রুই ১৮০ থেকে ১৯০ টাকা, রূপচাঁদা ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৬০০ টাকা, লইট্যা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকা। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, লেয়ার মুরগি ২২০ থেকে ২৫০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা।
জয়নিউজ/হিমেল/পিডি