ইউরোপের দেশগুলোতে গত পাঁচ সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এরই মধ্যে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস পর্যন্ত করোনা আক্রান্তের যে সংখ্যা ছিল, এক মাসে তা লাফিয়ে বেড়েছে। কেবল যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্তের মোট সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়ে গেছে।
ইউরোপের দেশগুলোতে ৫০ লাখ করোনা রোগী হতে সময় লেগেছে নয় মাস। পরের ৫০ লাখ করোনা আক্রান্ত হয়েছে মাত্র এক মাসেই।
এমনকি মোট মৃতের মধ্যে দুই লাখ ৬৯ হাজার মানুষ ইউরোপে মারা গেছে। সেই হিসেবে মৃতের ২৩ শতাংশ ইউরোপের বাসিন্দা ছিল।
জয়নিউজ/পিডি