মাস্ক ছাড়া টিকিট মিলবে না চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে

মুখে মাস্ক ছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি টিকিটও না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি পালন করছে রেলওয়ে পূর্বাঞ্চল।

- Advertisement -

এর আগে সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এটি নিশ্চিত করতে বলেন।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রীর নির্দেশনা সোমবার বিজ্ঞপ্তি আকারে আসার পর মঙ্গলবার থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ব্যানার টাঙিয়ে নির্দশনাটি বাস্তবায়ন করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, মুখে মাস্ক ছাড়া কোনো যাত্রী রেলওয়ে স্টেশনে ঢুকতে পারবে না। শুধু তাই নয়, মাস্ক পরা না থাকলে টিকিটও কেউ নিতে পারবে না।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM