যুক্তরাষ্ট্রের নির্বাচনের কে জয়ী হচ্ছেন সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইতোমধ্যেই বেশকিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল চলে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্পের চেয়ে ২৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন।
গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ১১৯টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৯২টি ইলেকটোরাল ভোট ।
এদিকে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনতার ভোটে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত পেয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৫৭২ ভোট। অপরদিকে বাইডেন পেয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৬৫৯ ভোট।
ইন্ডিয়ানা, আরকানসাসে এগিয়ে আছেন ট্রাম্প। অপরদিকে ম্যাসাচুসেটস ও নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন।
ওকলাহোমা অঙ্গরাজ্যে ট্রাম্প এবং রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার, ইলিনয়েস ও মেরিল্যান্ডের ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে বাইডেন।
যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সব রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
জয়নিউজ