বান্দরবানের থানচিতে ভয়াবহ আগুনে বড় মদক বাজরের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, থানচির রেমাক্রি ইউনিয়নের বড় মদক বাজারে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ছোটবড় ২০ টি দোকান। এসময় আশপাশের আরও ২২টি দোকান ও বাড়িঘর আগুন নেভাতে গিয়ে গ্রামবাসীরা ভেঙ্গে ফেলেছে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুসুথোয়াই মারমা রনি জানান, আগুনে বড় মদক বাজারের ২০ দোকানসহ আশপাশের ৪৫টির মত দোকান ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমানণ ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, বড় মদক বাজারে আগুনে ২০টি দোকান এবং পাশ্ববর্তী অনেক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে একটি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন।
জয়নিউজ/শাহরিয়ার/পিডি