বেশি দামে সবজি বিক্রি করায় ১৫ বিক্রেতাকে জরিমানা

বেশি দামে সবজি বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ১৫ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

- Advertisement -

অভিযানে একই সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করার পাশাপাশি কয়েকজন বিক্রেতার স্টলে ওজনে কারচুপির প্রমাণও পাওয়া যায়। এসব অভিযোগ আমলে নিয়ে ১৫ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

তারা হলেন— মিজান মিয়া, রিমন আহমেদ, আবু জাফর, আজিজ মিয়া, হারাধন দত্ত, মো. জাহিদ, মো. আলমগীর, আব্দুস সবুর, আজম আহমেদ, জয়নাল আবেদীন, নাসির মিয়া, মানিক মিয়া, মিল্টন মিয়া, শরীফ এবং মিন্টু।

বিএসটিআই’র সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি বলেন, ১ কেজি কাঁচা মরিচের দাম এক দোকানে ১৫০ টাকা, কিন্তু পাশের দোকানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি টমেটো এক দোকানে ১০০ টাকা, কিন্তু পাশের দোকানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

‘পাশের একটি দোকানের সঙ্গে অন্য দোকানের সবজির দামে এতো পার্থক্য হতে পারে না। কেজি প্রতি সবজিতে ৪০-৫০ টাকা বেশি আদায়ের পক্ষে বিক্রেতারা যৌক্তিক কোনো কারণও দেখাতে পারেননি। এটা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ঠকানো।’

তিনি বলেন, বেশি দামে সবজি বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ১৫ সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার কমিটিকে মনিটরিং কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ফের যাতে এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM