খাতুনগঞ্জের আছাদগঞ্জ সড়কের পাশের খালে একটি তেল বোঝাই বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখান থেকে আগুন ছড়িয়েছে পার্শ্ববর্তী আলী মাকের্টে। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চামড়া গুদাম মোড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ওমর আলী মার্কেটের পাশে খালে থাকা তেলের বোট থেকে এ আগুনের সূত্রপাত। সেখান থেকে পার্শ্ববর্তী ওমর আলী মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। চন্দনপুরা ও নন্দনকানন ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তেলবাহী বোটের ভেতরে থাকা একটি ড্রামে আগুন ধরে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা বোটে। বোটে থাকা সবগুলো ড্রামে একে একে আগুন লেগে যায়। এরপর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। খালের পাড়ে থাকা ওমর আলী মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
জয়নিউজ/ফরহান অভি