নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর গুলিবিদ্ধ জেলে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জেলে মোহাম্মদ ইসলাম (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।
ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমদ বলেন, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ ইসলামের পেটে গুলি লাগে।
‘পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতলে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান ইসলাম।’
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি (অপারেশন) খোরশেদ আলম বলেন, এক জনের মৃত্যুর খবর পেয়েছি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই জেলেরা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে সরকার নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক জেলে রাতের অন্ধকারে নাফ নদীতে মাছ শিকার করতে যায়।