নগরের আকবরশাহে আগুনে দগ্ধ নয়জনের মধ্যে পেয়ারী বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।
তিনি বলেন, দগ্ধ পেয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
প্রসঙ্গত, রোববার রাতে আকবরশাহের উত্তর কাট্টলি মরিয়ম ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ হয়। পরে তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।