অ্যাপসের সাহায্যে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

লক্ষ্মীপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে সদরের মান্দারী-দিঘলী সড়ক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আবির (২৩) ও নিশাদ অভি (২১)। উদ্ধারকৃত দুটি মোটরসাইকেলই সুজুকি জিক্সার ব্র্যান্ডের।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, চাঁদপুরের ব্যবসায়ী মো. জুয়েলের ফরিদগঞ্জ বাজার থেকে একটি সুজুকি জিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়। জুয়েল বাইক-লক অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলের লোকেশন লক্ষ্মীপুরে শনাক্ত করতে সক্ষম হন। অভিযোগ পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই দুইজন চোরকে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এসময় সেখান আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/মনির/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM