৯০ বছরের বৃদ্ধা পঞ্চমী বেওয়া। বার্ধক্যজনিত জটিলতায় মঙ্গলবার (১০ নভেম্বর) মারা যান তিনি। মাকে শেষবিদায় জানাতে আসেন ছয় মেয়ে। কিন্তু মায়ের সৎকারের পর শেষবিদায় নেন বড় এবং ছোট মেয়েও!
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের খলিফাপুর এলাকায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পঞ্চমী বেওয়া মারা যাওয়ার পর তাঁর ছয় মেয়েই স্বামীর বাড়ি থেকে মায়ের লাশ দেখতে আসেন। মেয়েরা দিনভর মায়ের জন্য আহাজারি করেন। বিকেলে পঞ্চমীর লাশ বাড়ির পাশের শ্মশানে সৎকার করা হয়। এর পরপরই বুকে ব্যথা অনুভব করে অচেতন হয়ে পড়েন ছোট মেয়ে চৈতী রানী।
মাইক্রোবাসে তুলে চৈতীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। ওই মাইক্রোবাসে পঞ্চমীর বড় মেয়ে স্বরজনি বালাও ছিলেন। পথে অচেতন হয়ে পড়েন স্বরজনিও। ঠাকুরগাঁও হাসপাতালে পৌঁছার আগেই সন্ধ্যা সাতটার দিকে মাইক্রোবাসে প্রাণ হারান দুই বোন।
জয়নিউজ