আলাস্কায় ট্রাম্পের আধিপত্য

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো। এ অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি।

- Advertisement -

৭৫ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)।

- Advertisement -google news follower

এ অঙ্গরাজ্যে বিজয়ের মধ্যদিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি। তবে প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।

এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ এবং ট্রাম্প ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

- Advertisement -islamibank

তবে ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অপরদিকে জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করার ঘটনা লজ্জাজনক এবং এর জন্য ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকবে না।

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে। এরপর সেটি ছেড়ে দিতে হবে নতুন মার্কিন প্রেসিডেন্টের হাতে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM